1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
‘তামিম, মাশরাফিতে আমরা হেরেছি’ - প্রিয় আলো

‘তামিম, মাশরাফিতে আমরা হেরেছি’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬
  • ১৭৮
59
59

নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন

ক্রীড়া প্রতিবেদক: নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন বাংলাদেশের বিপক্ষে ৮ রানের হারের পর জানালেন, দলপতি মাশরাফি বিন মুর্তজার দারুণ বোলিং ও তামিম ইকবালের একক ব্যাটিংয়ের আধিপত্যে হেরেছে তার দল।

 

বুধবার ভারতের ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-নেদারল্যান্ডস। এর আগে দুই দল দু’বার মুখোমুখি হয়েছিল। দুই দলই একবার করে জয় ভাগাভাগি করেছিল। তবে এবার টাইগার গর্জনে কেঁপে যায় ডাচরা।

 

বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের টার্গেটে ১৬ ওভারে ৪ উইকেটে ১১২ রান তুলে নিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু মাশরাফির করা ১৭ ওভারে মাত্র ৩ রান আদায় করে ১ উইকেট হারায় ডাচরা। ম্যাচ শেষ মাশরাফির করা ওই ওভারের প্রশংসা করে নেদারল্যান্ডস অধিনায়ক বলেন,‘মুর্তজার করা ওই ওভারটি ম্যাচের টানিং পয়েন্ট ছিল। আমরা এর আগ পর্যন্ত ম্যাচেই ছিলাম। ওই ওভারে ভন ডার মারইউকে হারাই। ওই সময়ে ওভারপ্রতি ১১ রান প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা নিতে পারিনি। আমি মনে করি শুধু ওই ওভারেই না মুর্তজা পুরো ইনিংসে অসাধারণ বোলিং করেছে। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছে। ১৫৪ রানের টার্গেটে এ ধরণের বোলিং সত্যিই দূত্যি ছড়িয়ে দিয়েছিল।’

 

নেদারল্যান্ডসের অধিনায়ক প্রশংসা করতে ভুল করেননি তামিম ইকবালেরও। ৮৩ রানের ইনিংস খেলে তামিম একাই ডাচ বোলিং আক্রমণকে শাসন করেছেন। ডাচ অধিনায়কের ভাষ্য,‘তামিম সতর্কভাবে ব্যাটিং করেছে। যে কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছে। তবে যদি স্কোরবোর্ড দেখেন, তামিম পুরো ২০ ওভার ব্যাটিং করেছে। আমি মনে করি সে একটা সেঞ্চুরি ডিজার্ভ করে। তবে সে একাই ম্যাচটি আমাদের থেকে নিয়ে গেছে।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x