1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
টেকনাফে ৮ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি - প্রিয় আলো

টেকনাফে ৮ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৮
Coxbazar 20221219033857

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় পাহাড়ি খালে মাছ ধরতে যাওয়া ৮ জন স্থানীয় বাসিন্দাকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই অপহৃত প্রতিজনের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গতকাল রোববার অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল ওই দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

অপহৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘রোববার আমার এলাকার লোকজনদের ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে অপহরণকারীরা রোহিঙ্গা সন্ত্রাসী। আমি প্রশাসনকে এ ব্যাপারে অবগত করেছি। সবাই চেষ্টা করছি কীভাবে অপহৃতদের উদ্ধার করা যায়।’’

জানা যায়, এর আগেও বেশ কয়েকবার স্থানীয় লোকজনকে পাহাড়ে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, অপহরণকারীরা প্রতিনিয়ত ফোন করে মুক্তিপণ দাবি করছে। অপহৃতদের উদ্ধারসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x