1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের - প্রিয় আলো

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২
  • ১১০
Biddut Samakal 62b01f88552c4

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর কাতালগঞ্জ এলাকায় ১ নম্বর সড়কে খান হাউসের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাড়ির কেয়ার টেকার আবু তাহের (৬৫) ও ড্রাইভার মো. হোসেন (৩৮) (ড্রাইভার)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন। পরে স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কেয়ারটেকার আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

তিনি বলেন, ঘটনার পর ভবনটির নিচতলার বাসিন্দাদের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x