1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
গ্রেফতারের পর আসামির মৃত্যু, যা বলছে র‌্যাব - প্রিয় আলো

গ্রেফতারের পর আসামির মৃত্যু, যা বলছে র‌্যাব

  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৩৫
Atok

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নজরুল ইসলাম বাবুল নামে হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক আসামি মারা গেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার ৩ ঘণ্টা পর রাত ১টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, বাবুলের হার্টের ৯৫ শতাংশ ব্লক ছিল। একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরিবারকে অসুস্থ হওয়ার খবর জানানোর পাশাপাশি আমরা তাকে চমেক হাসপাতালে প্রেরণ করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

র‌্যাব জানায়, নজরুল ইসলাম বাবুল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তার অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি টিম মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন শেভর ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, সংস্থাটির হেফাজতে নেওয়ার পর নজরুল ইসলাম হঠাৎ বুকে ব্যাথা অনুভব ও অসুস্থতা বোধ করেন। তার পরিবারের সদস্যরাসহ র‌্যাবের টিম নজরুল ইসলামকে প্রথমে পতেঙ্গার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেওয়া হয় চমেক হাসপাতালে। রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন বিশ্বাসের উপস্থিতিতে চমেক হাসপাতালের জরুরি বিভাগে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x