1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
গেইলের ব্যাটিং তাণ্ডবে জিতল ওয়েস্ট ইন্ডিজ - প্রিয় আলো

গেইলের ব্যাটিং তাণ্ডবে জিতল ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ১৯৪
Cris Gyle1458155829
cris_gyle1458155829

শট খেলছেন গেইল

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের সুপার টেনে বুধবার নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ।

 

প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮৩ রানের টার্গেট গেইলের ব্যাটিং তাণ্ডবে ১১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে ক্যারিবিয়ানরা।

 

ব্যাটিং দানব গেইল ৪৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। এটা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে টি-টোয়েন্টিতে তিনি ১১৭ রান করেছিলেন।

 

১৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে গেইলের সঙ্গে ব্যাট করতে নামা চার্লস শূন্যরানে সাজঘরে ফেরেন। এরপর ৫৭ রানে বিদায় নেন স্যামুয়েলসও (৩৭)। ১০৩ রানের মাথায় রামদিন (১২) আউট হন।

 

এই সময়ের মধ্যে গেইল তার খোলস খুলে দানব রূপ ধারণ করেন। ইংল্যান্ডের বোলারদের এক-একটা বল গ্যালারিতে আছড়ে ফেলতে শুরু করেন। ১১টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে গেইল যখন তার সেঞ্চুরি পূর্ণ করেন তখন জয়ের বন্দর থেকে মাত্র ১০ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ।

 

জয়ের জন্য বাকি রান অবশ্য আন্দ্রে রাসেল নিয়ে ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত করেন। গেইলের সঙ্গে আন্দ্রে রাসেল ১৬ রানে অপরাজিত থাকেন।

 

ব্যাটিং তাণ্ডবেচালিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ক্রিস গেইল।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x