1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
গাউছিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ পালিত - প্রিয় আলো

গাউছিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ পালিত

  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৭৩
12644799 556590737851089 2856590884468830874 N
12729184_970960906291429_4112733503437947628_n

(ছাত্র-ছাত্রীদের একাংশ)

আজ মহান ২১ ফেব্রুয়ারী ২০১৬। প্রতি বছরের ন্যায় এ দিনটিতে আজও গাউছিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার আয়োজনে সকাল ৮ঃ৩০ মিনিট থেকে দুপুর ১২ঃ৩০ মিনিট পর্যন্ত চলে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। আলোচনা করা হয় ইসলামের আলোকে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে। সকাল থেকেই মাদরাসা প্রাঙ্গনে বিরাজ করে সাজ সাজ পরিবেশ।

 

 

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পর্যায়ক্রমে- হামদ, না’ত, কবিতাবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বাংলা ভাষায় ২১ ফেব্রুয়ারীর গুরুত্বের উপর রচনা, বিতর্ক, দেয়ালিকা প্রকাশসহ মাতৃভাষা বাংলার নানান রকম তাৎপর্য তুলে ধরা হয়।

12715685_970955789625274_8069700698405775231_n

(ছাত্র-ছাত্রীদের একাংশ / সামনে বিচারকগণ )

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ এজহারুল হক।

 

12122428_520213158155514_3111057945300319220_n

অধ্যক্ষ মোঃ এজহ্জারুল হক

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন ( প্রভাষক ), মাওলানা মোঃ মোশতাক আহমদ( প্রভাষক ), মাওলানা মোঃ আখতার ফারুক( প্রভাষক ), মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম( প্রভাষক ), মাওলানা মোঃ আব্দুর রহীম ( ইবতেদায়ী প্রধান ), হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা মোঃ মঈন উদ্দিন ( হোস্টেল সুপার ), মাওলানা মোঃ আনোয়ার হোসেন ( বি.এড ), প্রফেসর মোঃ মিজানুর রহমান ( রাষ্ট্রবিজ্ঞান ), প্রফেসর মোঃ রফিকুল ইসলাম (বাংলা), জনাব মোঃ সালাহ উদ্দিন ( বিভাগীয় প্রধান, বিজ্ঞান ), জনাম মোঃ মোশাররফ হোসেন ( সিনিয়র শিক্ষক, সমাজ বিজ্ঞান ও ইতিহাস ), জনাব মোঃ খোরশেদ কবির ( সিনিয়র শিক্ষক, গণিত ্), জনাবা জেবুন্নেসা ( সিনিয়র শিক্ষিকা, জীববিজ্ঞান ), জনাবা মাজেদা পারভীন ( সিনিয়র শিক্ষিকা ), এ ছাড়াও প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

12715817_970955492958637_5728348992207858139_n

( শিক্ষক-শিক্ষিকাদের একাংশ )

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

বরাবরই ব্যতিক্রম এই মাদরাসা তাঁদের দক্ষ পরিচালনা-পরিষদ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীগণের মান-সম্পন্ন পাঠ দান এবং সুশৃঙ্খলার স্বীকৃতি স্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় থেকে ২০০১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।

12742304_970961426291377_7951363444814175966_n

( মাতৃভাষা বাংলার তাৎপর্য নিয়ে আলোচনা শুনছে সবাই )

 

 

https://www.facebook.com/gawsia

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x