1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন: কাল নতুন ইসির প্রথম পরীক্ষা - প্রিয় আলো

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন: কাল নতুন ইসির প্রথম পরীক্ষা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৭১
কুমিল্লা সিটি করপোরেশন কুসিক

দায়িত্ব নিয়ে দীর্ঘদির্ঘ ন অপেক্ষার পর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বা চন কমিশনের প্রথম পরীক্ষা কুমিল্লা সিটি করপোরেশন নির্বা চন
অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার( ১৫ জুনজু) । ভোটগ্রহণ শুরু হবে ১৫ জুনজু সকাল ৮টায় । তার আগের ৩২ ঘণ্টা অর্থা ৎ সোমবার রাত ১২টায়
প্রচারের সময় শেষ হয়েছে । এ ছাড়া ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্তর্য কোনও প্রকার মিছিল, বিজয় মিছিল, মশাল মিছিল,
র‌্যালি, শোভাযাত্রা করা যাবে না ।
এ নির্বা চনে মেয়র পদে মেয়র পদে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন । এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক
রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুলদু ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু ( বিএনপি নেতা
ও দুইদু বারের মেয়র), মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান । এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান প্রার্থিতা র্থি
প্রত্যাহার করেছেন । অর্থা ৎ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচপাঁ প্রার্থী । এ ছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের
মতো প্রার্থী আছে ভোটের মাঠে । এ নির্বা চনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দু’দুজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বা চিত হয়েছেন ।
কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইর্ণ লে কট্রনিক ভোটিং মেশিনে । ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে ।
কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন । এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ
ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন । এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন দু ।
আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচপাঁ বছর হয় নির্বা চিত করপোরেশনের মেয়াদ । এজন্য কুমিল্লা সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২
সালের ১৬ মে । আর ভোটগ্রহণ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে । এ হিসেবে গত বছরের ১৬ নভেম্বর থেকে এ সিটি
নির্বা চনের সময় গণনা শুরু হয়ে গিয়েছিল । সর্বশের্ব ষ কুমিল্লা সিটি ভোট হয়েছিল ২০১৭ সালের ৩০ মার্চ । নির্বা চিত করপোরেশনের প্রথম সভা
অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে । এক্ষে ত্রে ভোটগ্রহণ ১৬ মের মধ্যে করার কথা থাকলেও নির্বা চন কমিশন ব্যর্থ হয়েছে । কিন্তু বিগত
কমিশন বিদায়ের সময় ঘনিয়ে আসায় আর তফসিল দেয়নি ।
ফলে অতি অল্প সময়ের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই সিটি পরিচালনায় দায়িত্ব দিতে হয়েছে প্রধান নির্বা হী কর্মকর্ম র্তা কে । নির্বা চনের পর
নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করা পর্যন্তর্য তিনি করপোরেশন পরিচালনা করবেন ।
২০১৭ সালের নির্বা চনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয় বারের মতো এ সিটিতে নির্বা চিত হয়েছিলেন । সিটিতে সেসময় ভোট হয়েছিল
১০৩টি কেন্দ্রে । মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন ।
২০১১ সালে দুটিদু পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি করপোরেশন । ওই বছরই প্রথম নির্বা চন
অনুষ্ঠিত হয় । এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্শ্বর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্তর্ভু করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ । এতে দেখা
দেয় সীমানা জটিলতা । কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x