1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৩০ - প্রিয় আলো

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৩০

  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩
Image 191622 1663388475

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

নিহতদের মধ্যে অধিকাংশই কিরগিজস্তানের। সহিংসতা এড়াতে প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

বিবিসির প্রতিবেদনের তথ্যমতে, কিরগিজস্তান-তাজিকিস্তানের মধ্যে ১ হাজার কিলোমিটর সীমান্ত রয়েছে। এই সীমান্তের এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। এ নিয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয় দুই দেশ। মূলত, গত শতাব্দীর ৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দুই দেশের মধ্যে সীমানা নিয়ে বিতর্ক রয়েছে। উভয় দেশে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও গত সপ্তাহের শুরুতে নতুন করে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই সহিংসতা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অপরকে দোষারোপ করছে।

উল্লেখ্য, গত বছরে উভয় দেশের মধ্যে নজিরবিহীন লড়াইয়ে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছিল।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x