1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত - প্রিয় আলো

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০
Accident

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় ট্রাকের ধাক্কায় ওয়াজ উদ্দিন (২৮) ও তার স্ত্রী সাবিকুন নাহার (২৩) নিহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-কচুয়া সড়কের হাটমুরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারৈয়ারা গ্রামের দিগীরপাড় গ্রামের মো. ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াজ উদ্দিন তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সাচার মেডিক্যালে পেকআপে যান। ডাক্তার দেখানো শেষে সাচার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন তারা। পরে দুপুর আড়াইটার দিকে অটোরিকশাটি হাটমুরা নামকস্থানে এলে ঢাকা থেকে মালামালবাহী কচুয়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ওয়াজ উদ্দিন ও সাবিকুন নাহার ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ভাই রবিউল্ল্যাহ বলেন, আমরা চার ভাই তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন প্রথম। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তর পাড়া নজরুল ইসলামের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন সাচার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। আমার ভাবি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেই তারা কান্নায় ভেঙে পড়েন তিনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটেরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। মরদেহ কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিহতদের পরিবারের লোকজন আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x