1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের সরিয়ে নিচ্ছে নৌবাহিনী - প্রিয় আলো

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের সরিয়ে নিচ্ছে নৌবাহিনী

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯১
Image 234864 1691502599

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে নৌবাহিনী।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তিনটি বোটসহ নৌ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় দরিদ্র ও অসহায় এক হাজার ২০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে সাতদিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সকল ধরনের সহায়তা প্রদানের জন্য পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ প্রস্তুত রয়েছে বলেও জানায় আইএসপিআর।

এছাড়া পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে নৌবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x