1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে শচীনের পরামর্শ - প্রিয় আলো

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে শচীনের পরামর্শ

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ১৬৮
04
04

শচীন টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক: সাধারণত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিতলে বোর্ড ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসাতে চান খেলোয়াড়রা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ডের কাছে অবহেলিত হওয়ায় শিরোপা জিতে তাদের সমালোচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ দল।

তবে বিশ্বকাপজয়ী ক্যারিবীয় ক্রিকেটারদের ঠিকমতো সহায়তা দিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

 
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোডর্কে ইঙ্গিত করে এক টুইট বার্তায় শচীন বলেন, ‘মাঠের ভিতরে এবং বাইরে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্যিকারের চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উচিত তাদের সহায়তা করা এবং ক্রিকেটারদের চাওয়া-পাওয়াগুলো বিবেচনা করা উচিত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে ইংল্যান্ডকে শেষ ওভারে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করে উন্ডিজ দলপতি ড্যারেন স্যামি বলেছিলেন, ‘বোর্ডের সঙ্গে আমাদের বেশ কিছু ইস্যু রয়েছে। মার্ক নিকোলাস আমাদেরকে ব্রেনইলেস ক্রিকেটার বলেছিলেন। তবে আমরা সবাই একত্রে থেকে ভালো ক্রিকেট খেলে শিরোপা জয় করেছি। এটি বিস্ময়কর। এরজন্য আমি কোচিং টিমকে ধন্যবাদ দিতে চাই।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x