1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
এশিয়া কাপে আমরা ভালো কিছু করব: নাসুম - প্রিয় আলো
শিরোনাম
ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে বক্তব্য, বরখাস্ত হতে পারেন জাভি ‘২৮ অক্টোবরে পালিয়ে বেসামাল হয়ে আ. লীগের বিরুদ্ধে ফখরুলের আক্রমণ’ স্বস্তির বৃষ্টিতে ভিজলো সিলেট কেএনএফ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেপ্তার আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল: প্রধানমন্ত্রী বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে অত্যাচার করতো: আইনমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা: র‌্যাব র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী

এশিয়া কাপে আমরা ভালো কিছু করব: নাসুম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০৩
01risingbd Aminul02 2208231357

বাজছে এশিয়া কাপের দামামা। দিন তিনেক পরেই মরুর দেশ আরব আমিরাতে শুরু হবে মহাদেশীয় এই টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে। বাংলাদেশ এই সংস্করণে পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেলেও স্পিনার নাসুম আহমেদ মনে করেন তারা ভালো কিছুই করবেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুবাই যাত্রার জন্য বিমানবন্দর যাওয়ার আগে মিরপুরে নাসুম এভাবেই তার আশা ব্যক্ত করেন, ‘ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন দেশকে ভালো কিছু দিতে পারি। ভালো খেলার জন্যই যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। দোয়া চাই সবার কাছে।’

আজ বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাত্রা করে দল। তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয় ভিসা জটিলতায় যেতে পারেননি। তারা আগামীকাল যাবেন। এ ছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম শেখ অবস্থান করছেন দুবাইতে।

আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি। সুপার টুয়েলভে দেখেনি জয়ের মুখ। তবে এবার শুধু এশিয়ার দলগুলো লড়বে বলেই আত্ববিশ্বাসী নাসুম, ‘যে সুযোগ পায় সবারই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার, দলকে ভালো কিছু উপহার দেওয়ার। সুযোগ পেলে আমিও ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু এশিয়া কাপ, সব দেশই আমাদের এশিয়ারই, ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু ভালো করা যায়।’

২৭ আগস্ট থেকে পর্দা উঠবে এশিয়া কাপের। আর ১১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। বাংলাদেশের লড়াই শুরু হবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। নাসুমদের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ আগানো।

পরিকল্পনা নিয়ে এক প্রশ্নে এই স্পিনার বলেন, ‘আসলে এগুলো নিয়ে এখন চিন্তা করছি না। প্রথম ম্যাচ ভালো খেলে তারপর দ্বিতীয় ম্যাচ… পরে দেখা যাবে৷ পরেরটা নিয়ে এখন চিন্তা করছি না।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x