1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
এবার আর্জেন্টিনায় বর্ণবাদের শিকার ব্রাজিলের ফুটবলার - প্রিয় আলো

এবার আর্জেন্টিনায় বর্ণবাদের শিকার ব্রাজিলের ফুটবলার

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৭৭
Renan

কয়েকদিন আগেই স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেটি নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে ফুটবলবিশ্বে।

এবার আরও এক ব্রাজিলিয়ান ফুটবলাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান ওই ডিফেন্ডারের নাম রবার্ত রেনান।

আর্জেন্টিনার সিউদাদ ডে লা প্লাটা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। সেই ম্যাচেই গ্যালারি থেকে আসা বিদ্বেষমূলক স্লোগান শুনে মাঠ ছাড়তে হয় রেনানকে।

৪৫ মিনিটের সময় মাঠ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বর্ণবাদের শিকার হতে হয়েছে রেনানকে। ম্যাচশেষে রেনানের কাছে আসা বর্ণবিদ্বেষী মেসেজগুলোর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) বুধবার জানিয়েছে, এ ঘটনায় ফিফার গভার্নিং বডির কাছে একটি নালিশ জানানো হয়েছে।

স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় বর্ণবাদের শিকার হওয়া ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে সমর্থনে প্রচারণার অংশ হিসেবে গিনি এবং সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৭ ও ২১ জুন ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x