1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
এনজোকে পেতে সাড়ে ১৪’শ কোটির প্রস্তাব চেলসির - প্রিয় আলো

এনজোকে পেতে সাড়ে ১৪’শ কোটির প্রস্তাব চেলসির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৯২
Unnamed

আর কিছুদিন পরই খুলছে শীতকালীন ট্রান্সফার উইন্ডো। এরইমধ্যে বিশ্বকাপের সেরা উদীয়মান আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে সাড়ে চৌদ্দশো কোটি টাকার প্রস্তাব দিয়েছে চেলসি। ইংলিশ লিগ লিভারপুলে ডাচ তারকা কডি গ্যাকপোর যোগ দেয়াটা এখন প্রায় নিশ্চিত। দলবদলের মৌসুমে ইউরোপিয়ান ক্লাবগুলোতে বেশ জোরেসোরেই কানে আসছে জুড বেলিংহ্যাম ও গঞ্জালো রামোসদের নাম।

কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছেন বেশ কিছু তরুণ ফুটবলার। আর, তাদেরকেই টার্গেট করে দলবদলের হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মের কারণে ক্লাবগুলোর নজর কেড়েছেন ডাচ ফুটবলার কডি গ্যাকপো। ইংলিশ গণমাধ্যমের খবর পিএসভি আইন্দহোভানের এ উইঙ্গারকে দলে ভেড়াচ্ছে লিভারপুল। কেননা এ মুহূর্তে অলরেডদের প্রয়োজন একজন দক্ষ মিডফিল্ডার।

এদিকে, ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, উইন্টার ট্রান্সফারে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা হোয়াও ফেলিক্সকে দলে ভেড়াতে চায় চেলসি। তবে ধারে ফেলিক্সকে নিতে হলে লোন ফি ৮ মিলিয়ন পাউন্ড দিতে হবে গ্রাহাম পটারদের। তবে, চেলসির দ্বিতীয় পছন্দ হিসেবে রয়েছে নাইজেরিয়ান ভিক্টর অসিমহেন। যিনি বর্তমানে খেলছেন ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে।

শীতকালীন উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়োজন এমন একজন যিনি পূরণ করতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব। সেক্ষেত্রে এরিক টেন হ্যাগের বিবেচনায় আছেন বিশ্বকাপে হ্যাটট্রিক করা পর্তুগিজ তারকা গঞ্জালো রামোস। যিনি বর্তমানে খেলছেন বেনফিকার হয়ে। যদিও ম্যানইউ এর প্রথম পছন্দ ছিলো কডি গ্যাকপো।

কাতারে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করে সেরা উদীয়মান তারকার খেতাব অর্জন করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। বেনফিকার এ মিডফিল্ডারকে দলে ভেড়াতে মরিয়া চেলসি, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানসহ বেশ কিছু জায়ান্ট ইউরোপীয় ক্লাব। তবে, ২১ বছর বয়সী এ তারকাকে দলে ভেড়াতে এগিয়ে আছে চেলসি। ১২৭ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চৌদ্দোশ কোটি টাকার প্রস্তাবও দিয়েছে প্রিমিয়ার লিগের এ ক্লাবটি।

১৯ বছর বয়সী ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম, চলতি মৌসুমে খেলছেন বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। বিশ্ব আসরে বেশ ভালোভাবেই নিজেকে মেলে ধরেছেন এ মিডফিল্ডার। বেলিংহ্যামকে দলে ভেড়াতে লড়াই চলছে ম্যানসিটি, লিভারপুল, রিয়াল মাদ্রিদের মধ্যে। ট্রান্সফার মার্কেটে তার দাম উঠেছে ১২০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তেরশো কোটি টাকা।

শাখতার দোনেস্ক এর মাইখাইলো মাদ্রিককে দলে টানতে এরইমধ্যে ৫৭ মিলিয়ন পাউন্ড অফার করেছে আর্সেনাল। মূলত গ্যাবরিয়াল হেসুসের ইনজুরির পর দলের শক্তি বাড়াতে এ ইউক্রেনিয়ানকে চান মিকেল আর্টেটা। তবে এ উইঙ্গারকে পেতে হলে ক্লাবগুলোকে গুনতে হবে ১০০ মিলিয়ন পাউন্ড-এমনটাই জানিয়ে দিয়েছে শাখতার।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x