1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
‘এনআইডি সার্ভার থেকে তথ্য চুরির ঘটনা ঘটেনি’ - প্রিয় আলো

‘এনআইডি সার্ভার থেকে তথ্য চুরির ঘটনা ঘটেনি’

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৬৫
Image 230886 1688896617

এনআইডি সার্ভার থেকে কোনো তথ্য চুরির ঘটনা ঘটেনি। যদি কোনো তথ্য ফাঁস হয়ে থাকে তবে সেটি হতে পারে সার্ভার ব্যবহারকারী সরকারি-বেসরকারি কোনো সংস্থার কাছ থেকে। এমন দাবি করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।

রোববার (৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এনআইডি সার্ভারে তথ্য ব্যবহার করে ১৭১টি সংস্থা ও প্রতিষ্ঠান। তাদের কারো কাছ থেকে তথ্য যাচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় হুমায়ুন কবীর দাবি করেন, গোপনীয় নেটওয়ার্কের মাধ্যমে এনআইডির সাথে অন্য সংস্থার কাজ চলে।

তিনি বলেন, এনআইডি থেকে অন্য সংস্থার সাথে গোপনীয় নেটওয়ার্কের মাধ্যমে কাজ করা হয়। এখানে তথ্য চুরির সুযোগ নেই। এখানে সরকারি বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন অফিসে সার্ভিস দেয়, তারা এনআইডি সার্ভার থেকে তথ্য নেয়। তবে তাদের সাথে ডাটাবেজের সম্পর্ক নেই। ভিপিএনের মাধ্যমে তথ্য নেয়া হয়। এখানে কারো এক্সেস নেই। জন্মনিবন্ধন অফিস থেকে তথ্য ফাঁসে নিয়ে নির্দেশনা থাকলে ওই অফিসে তথ্য দেয়া বন্ধ থাকবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x