1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
এডিস মশার লার্ভা : জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা - প্রিয় আলো

এডিস মশার লার্ভা : জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৬৩
Image 230728 1688806396

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি কাজে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামকে আটক করা হয়।

শনিবার (৮ জুলাই) সকালে এইডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানাটি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

এদিন সকালে ওই আবাসিক এলাকায় আকস্মিক পরিদর্শনে আসেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আর তখনই জাপান গার্ডেন সিটির বেইজমেন্ট এইডিস মশার লার্ভা দেখতে পান তিনি।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এখানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে তিন মাসের কারাদণ্ড হবে।

উল্লেখ্য, এবার ঢাকায় এডিস মশার বিস্তার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি হওয়ায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x