1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
এক-দুই দিনে পরিবর্তন হবে মনে করলে বোকার রাজ্যে বাস করছি: সাকিব - প্রিয় আলো
শিরোনাম
ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে বক্তব্য, বরখাস্ত হতে পারেন জাভি ‘২৮ অক্টোবরে পালিয়ে বেসামাল হয়ে আ. লীগের বিরুদ্ধে ফখরুলের আক্রমণ’ স্বস্তির বৃষ্টিতে ভিজলো সিলেট কেএনএফ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেপ্তার আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল: প্রধানমন্ত্রী বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে অত্যাচার করতো: আইনমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা: র‌্যাব র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী

এক-দুই দিনে পরিবর্তন হবে মনে করলে বোকার রাজ্যে বাস করছি: সাকিব

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৯৪
Shakib 2208201037

এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি সংস্করণে পরিবর্তন চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন এমনটাই। নিয়োগ দেওয়া হয়েছে টি-টোয়েন্টির জন্য আলাদা কোচও। কিন্তু নতুন অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন এক দুই দিনে পরিবর্তন সম্ভব না। এমন ভেবে থাকলে বোকার রাজ্যেই বাস করছেন সে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে একটি অনুষ্ঠানে লক্ষ্য নিয়ে করা এক প্রশ্নে এমন মন্তব্য করেন টি-টোয়েন্টি অধিনায়ক। ‘আমার কাছে কোন লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে যেয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি যে একদিন, দুদিনে সবকিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দিবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।’

সাকিব মনে করছেন ধীরে ধীরে উন্নতি হবে। হুট করে উন্নতি সম্ভব না। যদি উন্নতি হয় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে সেটির ছাপ দেখা যাবে। সাকিব বলেন, ‘যদি বাস্তবিক চিন্তা করেন, তাহলে তিন মাস পর যখন আমরা বিশ্বকাপ খেলব, একটা যদি উন্নতি দেখতে পারেন দল থেকে। ওটাই আমাদের আসল উন্নতি।’

বিসিবি মরিয়া টি-টোয়েন্টিতে সাফল্য পেতে। এশিয়া কাপ থেকেই পরিবর্তনের আভাস দিয়েছিলেন নাজমুল হাসান। আজও একই কথা বলেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে সাকিব সেই পথে হাটলেন না। জানালেন, পরিবর্তন কিংবা উন্নতি সেটা ধীরে ধীরে হবে। টি-টোয়েন্টি অধিনায়ক বললেন নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।

সাকিবের মতে, ‘দেখুন এমন একটা সংস্করণ যেখানে আমরা বোধহয় প্রথম খেলি ২০০৬ সালে৷ এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা ভালো ফল নেই, শুধু এশিয়া কাপে ফাইনাল বাদে। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই সংস্করণে। তাই আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।’

এ সময় ছোট শিশুর উদাহরণ টেনে সাকিব বলেন, ‘একটা বাচ্চা যখন হাঁটতে শুরু করে তার স্টেপগুলো খুব কঠিন হয়, আস্তে আস্তে জিনিসগুলো সহজ হতে থাকে। আশা করি ছোট একটা বাচ্চার মতো আমরা স্টেপ বাই স্টেপ চলা শুরু করতে পারব এবং আস্তে আস্তে দৌড়ানোর জায়গাতে পৌঁছাতে পারব।’

আজ থেকে মিরপুরে শুরু হয়েছে এশিয়া কাপের অনুশীলন। নির্ধারিত সময়ে দেড় ঘণ্টা আগেই মাঠে এসে অনুশীলন সেরে চলে যান সাকিব। আগামী দুই দিন হবে ম্যাচ সিনারিও। ২৩ তারিখ বিকেলে আরব আমিরাত উড়াল দেবে বাংলাদেশ। সেখানেও সময় পাবে ৬ দিন। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। সাকিব জানালেন ভালো কিছু করার চেষ্টা করবেন।

‘আমাদের আজকে অনুশীলন শুরু হয়েছে, কাল আর পরশু দুটা অনুশীলন ম্যাচ আছে। অনুশীলন ম্যাচ বলতে গেম সিনারিও। তারপর আমরা এশিয়াকাপের জন্য ২৩ তারিখে যাচ্ছি, ওখানে আমাদের ৬-৭দিনের অনুশীলনের সময় থাকবে। আশা করি আমাদের যে দলটা আছে, আমরা প্রস্তুতি নিয়ে দলগতভাবে ভালো কিছু করার চেষ্টা করব।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x