1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
এক দশক গেল সময় বাড়াতে বাড়াতেই - প্রিয় আলো

এক দশক গেল সময় বাড়াতে বাড়াতেই

  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪
Sagar Runi

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১০ বছর আজ। থানা আর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে মামলার তদন্তে আছে র‌্যাব। সময়ের সঙ্গে সঙ্গে মামলার তদন্ত সংস্থা বদলেছে, পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তাও। কিন্তু এখন পর্যন্ত হত্যারহস্য ভেদ করতে পারেনি তদন্তকারী সংস্থা। আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে এ পর্যন্ত ৮৫ বার আবেদন করে সময় বাড়িয়ে নিয়েছে র‌্যাব। কিন্তু তদন্ত শেষ হচ্ছে না। কবে শেষ হবে, সে ব্যাপারেও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।

ঘটনাস্থলে ডিএনএ পাওয়া দুই অজ্ঞাত পুরুষের সন্ধান মেলেনি আজও।

তদন্তের ব্যাপারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘এটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলা। তদন্তভার পাওয়ার পর র‌্যাব সর্বোচ্চ অগ্রাধিকার ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। আমরা বিভিন্ন বাহিনী, সংস্থা ও সংবাদপত্রে প্রকাশিত তথ্যাদির পাশাপাশি মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করছি। অপরাধের ধরন বিশ্লেষণ করেছি। ১৬০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। ৮ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে উন্নত দেশের সহায়তা নিয়েছি। আমরা ডিএনএ পরীক্ষা করেছি। আমরা আমাদের চেষ্টা বা প্রচেষ্টার কোনো ঘাটতি রাখছি না। বিজ্ঞ আদালতে অগ্রগতির বিষয়টি বিভিন্ন সময় অবহিত করছি।’

সাগরের মা সালেহা মনির বলেন, ‘আমার ছেলে ও ছেলের বউ কোনো অপরাধ করেনি। রাষ্ট্রবিরোধী কোনো কাজও করেনি। তার পরও তাদের হত্যার রহস্য কেন উদ্ঘাটন করা হচ্ছে না। আমি প্রধানমন্ত্রীর কাছে এই মামলার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাই।’

সাগর-রুনি দম্পতির একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ। মাত্র পাঁচ বছর বয়সে মা-বাবা হারান তিনি। এর পর নানি নুরুন নাহার মির্জার কাছে বেড়ে ওঠে সে। তবে শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখা মেঘের স্নেহের ছায়া সরে যায়। মেয়ে আর মেয়ের জামাই খুনের বিচার না দেখার আক্ষেপ নিয়েই গত ৫ জানুয়ারি মারা যান নুরুন নাহার মির্জা।

সাগর-রুনি হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছিলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।’

তবে কেটে গেছে ১০ বছর। এক দশকেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। প্রতিবেদন দাখিলে বারবার সময় নেওয়া হচ্ছে। সর্বশেষ গত ২৪ জানুয়ারি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে ধার্য তারিখে প্রতিবেদন জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা। পরে বিচারক ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে ৮৫ বার পেছাল তদন্ত প্রতিবেদন।

রুনির ভাই ও মামলার বাদী নওশের আলম বলেন, ‘মেয়ে আর মেয়ের জামাইকে হারানোর কষ্টে ভুগে মা চলে গেলেন। আমরা অভিভাবক হারালাম। মেঘের বয়স সাড়ে ১৫ বছর। রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি। ঘটনার পরের দিন রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। পরে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলম এ মামলার তদন্তভার গ্রহণ করেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশনে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। র‌্যাবেও কয়েক হাত ঘুরে বর্তমানে তদন্তের দায়িত্বে আছেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x