1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ঈদে মুসলমানদের সঙ্গে নৈশভোজ বাতিল করলেন ট্রাম্প - প্রিয় আলো

ঈদে মুসলমানদের সঙ্গে নৈশভোজ বাতিল করলেন ট্রাম্প

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ২২৯
22

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে ঈদ উপলক্ষে মুসলমান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নৈশভোজ বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউজের ২০ বছরের ঐতিহ্য ভঙ্গ করলেন।

প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে হোয়াইট হাউজে মুসলমানদের সঙ্গে নৈশভোজের রীতি চালু হয়। তবে এবার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রমজান মাসেই এ নৈশভোজ আয়োজনের বিষয়টি বাতিল করে দেন। গত মে মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধর্ম ও বিশ্ব সম্পর্ক বিভাগ নৈশভোজ আয়োজনের জন্য টিলারসনের কাছে চিঠি পাঠালে এতে সুপারিশ জানাতে প্রত্যাখান করেন তিনি।

এর আগে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় একাধিকবার মুসলমানবিরোধী মন্তব্য করেছেন। এমনকি তিনি মসজিদের ওপর নজরদারির কথাও বলেছিলেন।

এদিকে নৈশভোজ আয়োজন না করলেও মুসলমান সম্প্রদায়কে ঈদুল ফিতরের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‍‘রমজানের সময়, সবাই ক্ষমা, সংযম এবং অপরের শুভচিন্তায় বিভোর ছিলেন। বিশ্বের মুসলমানদের মতো আমরাও এই মূল্যবোধ সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করছি।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x