1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত চরমে, নিহত ১৭ - প্রিয় আলো

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত চরমে, নিহত ১৭

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪৬
Messenger Creation A132a93e 3444 450f 9dd3 35450e3e664b

লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ১৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের গ্রামে রাতের আঁধারে ইসরায়েলি হামলায় সাতজন মারা যান।

এরপর বুধবার সীমান্তবর্তী ইসরায়েলের শহরে একের পর এক রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে একজন মারা যায়।

এদিকে সন্ধ্যায় ইসরায়েল লেবাননের আরও দুইটি গ্রামে বোমা হামলা করে এবং এতে ৯ জনের মৃত্যু হয়েছে।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে আল-জামাত আল-ইসলামিয়ার একটি মেডিকেল সেন্টারের ওপরও আক্রমণ চালায় ইসরায়েল।

লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে এই আক্রমণ চালানো হয়েছে। এতে সাতজন চিকিৎসাকর্মীর মৃত্যু হয়েছে। চারজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননে জঙ্গিদের মোকাবিলা করছে। তারা জঙ্গিদের লক্ষ্য করে আক্রমণ করেছে। তাতে একজন প্রধান জঙ্গি মারা গেছে।

এ হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়তে থাকে। এই রকেটগুলো কিরিয়াত শমোনা শহরের বাড়িতে গিয়ে পড়ে। এতে একজন নিহত হন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x