1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ইসরাইলে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী - প্রিয় আলো

ইসরাইলে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২
Image 595580 1663248633

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ রাষ্ট্রীয় সফরে ইসরাইলে গেছেন।

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত-ইসরাইল। সেই চুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে ইসরাইলে গেলেন আমিরাতের গুরুত্বপূর্ণ মন্ত্রী।

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ইসরাইলের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলবেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।

তাছাড়া অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গেও একটি বৈঠক করবেন শেখ আব্দুল্লাহ বিন জায়েদ।

বর্তমানে ইসরাইলের সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে সব ধরনের চেষ্টা করছে আরব আমিরাত। ইতিমধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আতিথেয়তা দিয়েছে তারা।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের করা আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত ছাড়াও মধ্যপ্রাচ্যের বাহরাইন, মরক্কো এবং সুদানও ইসরাইলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে।

ইসরাইলের নিগ্রহের শিকার সাধারণ ফিলিস্তিনিরা এ বিষয়টিকে তাদের সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করেছিলেন।

সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x