1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
গনিত অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণ জয়ী বাংলাদেশ - প্রিয় আলো

গনিত অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণ জয়ী বাংলাদেশ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৭১
Fb Img 1531461759693

ডেস্ক রিপোর্টঃ জয়দীপ সাহা, তামজিদ মোর্শেদ রুবাব ও তাহনিক নূর সামিন প্রত্যেকে একটি করে ব্রোঞ্জ আর রাহুল সাহা এবং সৌমিত্র দাসের অনারেবল মেনশন জয়ে মোট ০৬ টি পদক! গণিতের সাধারন যোগ ভুল নয়। কারন, সাথে যোগ হয়েছে রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণপদকজয়ী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী।

বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার আসর এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। এযাবৎ কালের সর্বোচ্চ দলীয় ১১৪ নম্বর তুলে নিয়েছে দলটি! সবচেয়ে বেশী ৩২ নম্বর নিয়ে আহমেদ জাওয়াদ স্বর্ণপদক এবং ২৩, ১৯, ১৮ নম্বর তুলে নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে তাহনিক, জয়দীপ ও রুবাব।

দেশের জন্য এমন সন্মান বয়ে আনায় ইতোমধ্যে সকল শ্রেনী-পেশার জনগন বিভিন্ন যোগাযোগ মাধ্যম গুলোতে আনন্দ প্রকাশ করছেন এবং অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন এ গনিত জিনিয়াসদের।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x