1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ইউএস টপ চার্টে ‘হাওয়া’ - প্রিয় আলো

ইউএস টপ চার্টে ‘হাওয়া’

  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩
1662544742.hawa Bg

ইউএস টপ চার্টে জায়গা করে নিলো আলোচিত সিনেমা ‘হাওয়া’। যা বাংলাদেশের সিনেমা হিসেবে এবারই প্রথম।

এমনটাই জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রধান অলিউল্লাহ সজীব।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি।

অলিউল্লাহ সজীব জানান, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে ‘হাওয়া’এই মুহূর্তে ইউএস টপ চার্টে ২৭ নম্বরে অবস্থান করছে।

তিনি লেখেন, ‘ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা পৃথিবীর এক নম্বর টপ চার্টে ঢুকে পড়েছে! তাও আবার টপ ৩০-এ! খুবই অবিশ্বাস্য লাগছে, তাই না? আমারও বেশ সময় লেগেছে বিশ্বাস করতে। কিন্তু, এ ঘটনাটি ঘটে গেছে। বাংলাদেশের একটি সিনেমা এ ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। ’

কত আয় করে হাওয়া সিনেমা এ অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছে, তা জানাতে সজীব লেখেন, ‘প্রথম চার দিনে (‘লেবার ডে’ লং উইকেন্ডে), হাওয়া এর গ্রস বক্স অফিস কালেকশন ২,১৩,৪৬১ ডলার, কানাডা গ্রস ৮৬,৩১২ ডলার, আমেরিকা গ্রস, ১,২৭,১৪৯ ডলার। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, আমেরিকায় দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন। ’

সজীব জানান, বাংলাদেশি সিনেমা বিবেচনায় এ সংখ্যা অনেক বড়। তিনি উত্তর আমেরিকার বক্স অফিসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা ‘দেবী’র আয়ের সঙ্গে ‘হাওয়া’ সিনেমার আয় মিলিয়ে তুলনামূলক একটি পরিসংখ্যান দিয়েছেন।

সজীব লেখেন, ‘‘২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’ সিনেমার লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১,২৫,৪১৪ ডলার। ‘দেবী’ সিনেমার সম্পূর্ণ আয় হাওয়া মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে। ‘হাওয়া’ সিনেমার তিন দিনের আয় ১,৫৯,৭৫২ ডলার। ’’

অনেকগুলো থিয়েটারেই হাওয়া সিনেমা দ্বিতীয় সপ্তাহেও চলবে বলে জানান সজীব। কিন্তু আমেরিকার একটা নতুন থিয়েটারও হাওয়া সিনেমার জন্য যোগ করা যায়নি।

এর কারণ হিসেবে সজীব লেখেন, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক সিনেমার কোটা থিয়েটারগুলো পূরণ করবে ব্রহ্মাস্ত্র (বলিউড) দিয়ে, যেটা আগে থেকেই ফিক্সড। ’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x