1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, আতঙ্ক জাপানে - প্রিয় আলো

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, আতঙ্ক জাপানে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৯১
Korea

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।

গতকাল বুধবার ২০টির বেশ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে গতকাল দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

আজ বৃহস্পতিবার বিবিসি জানায়, এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (পৃথিবীর অপর প্রান্তে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ বছর সপ্তমবারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

এদিকে, উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারে এমন আশঙ্কায় উত্তরাঞ্চল ও কেন্দ্রীয় এলাকার কয়েকটি স্থানের বাসিন্দাদের আন্ডারগ্রাউন্ড, সুদৃঢ় ভবনের আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শুধু তাই নয়, মিয়াগি, ইয়ামাগাতা এবং নিগাতা এলাকায় বুলেট ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার সমালোচনা করে বলেছেন, ‌‌‘উত্তর কোরিয়ার বার বার ক্ষেপণাস্ত্র ছুড়ছে, বিষয়টিকে ক্ষমা করা যায় না’।

সূত্র : আল জাজিরা ও বিবিসি

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x