1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
আইপিএলের কোন দলে কারা খেলছেন - প্রিয় আলো

আইপিএলের কোন দলে কারা খেলছেন

  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ১৫৪
00414599051031460057163
00414599051031460057163

আইপিএল ও দলগুলোর লোগো

ক্রীড়া ডেস্ক : জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে আইপিএলের নবম আসরের। এবারের আসরে আটটি দল অংশ নিয়েছে। দল গঠন করতে কাড়ি কাড়ি টাকা খরচ করেছে প্রতিটি ফ্র্যাঞ্জাইজি।

 

এবারে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুইজন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

 

চলুন দেখে নিই আইপিএলে কোন দলে কারা খেলছে।

 

এক নজরে আট দলের স্কোয়াড :

১. সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধাওয়ান (অধিনায়ক), যুবরাজ সিং, রিকি ভুঁই, বিপুল শর্মা, ট্রেন্ট বোল্ট, বেন কাটিং, মইসেস হেনরিকস, দীপক হুদা, সিদ্ধার্থ কুল, আশিস রেড্ডি, ভুবনশ্বের কুমার, আভিমনু মিথুন, ইয়ান মরগান, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নামান ওঝা, বিজয় শঙ্কর, কর্ন শর্মা, বারিন্দার স্রান, তিরুমালাসেটি সুমান, আদিত্য তারে, ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন।

 

২. কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীর (অধিনায়ক),পীযূষ  চাওলা, জন হাস্টিং, ব্র্যাড হগ, জেসন হোল্ডার, শেল্ডন জ্যাকসন, কুলদেব যাদব, ক্রিস লিন, মানান শর্মা, মরনে মরকেল, কলিন মুনরো, সুনীল নারিন, মনীশ পান্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, আন্দ্রে রাসেল, রাজাগোপাল সতিশ, সাকিব আল হাসান, জয়দেব উনাকাত, রবিন উথাপ্পা, সূর্যকুমার যাদব ও উমেশ যাদব।

 

৩. কিংস ইলেভেন পাঞ্জাব: ডেভিড মিলার (অধিনায়ক), কাইল অ্যাবট, অনুরিত সিং, আরমান জাফর, ফারহান বেহারদিয়েন, কেসি ক্যারিয়াপ্পা, রিশি ধাওয়ান, গুরকিরাত সিং মান, মিচেল জনসন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, নিখিল নাইক, অক্ষর প্যাটেল, ঋদ্ধিমান সাহা, প্রদীপ সাহা, সন্দ্বীপ শর্ম, মোহিত শর্মা, মার্কাস স্টোইনিস, স্বপ্নিল সিং, শারদুল ঠাকুর, মুরলি বিজয় ও মানান ভোরা।

 

৪. গুজরাট লায়ন্স (রাজকোট): সুরেশ রায়না (অধিনায়ক), সরবজিত লাদা, আকাশদেব নাথ, অমিত মিশ্র, ডোয়াইন ব্রাভো, পরশ ডগরা, একলাভায়া ডিউইবেদি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, শাহদাব জাকাতি, দিনেশ কার্তিক, শিভিল কৌশিক, ধাওয়াল কুলকার্নি, প্রভিন কুমার, ব্রেন্ডন ম্যাককালাম, প্রদীপ সংওয়ান, জয়দেব শাহ, উমাং শর্মা, ডোয়াইন স্মিথ, ডেল স্টেইন, প্রভিন তাম্বে ও অ্যান্ড্রু টাই।

 

৫.  মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক) কোরি অ্যান্ডারসন, জাসপ্রীত বুমরাহ, জস বাটলার, উন্মুক চাঁদ, মার্চেন্ট ডি লঙ্গে, শ্রেয়াস গোপাল, হরভজন সিং, কিশোর কামরাথ, সিদ্ধেশ লাদ, মিচেল ম্যাকক্লেনাঘান, লাসিথ মালিঙ্গা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া পার্থিব প্যাটেল, কাইরন পোলার্ড, দীপক পুনিয়া, নিতিশ রানা, আম্বাতি রাইডু, জিতেশ শর্মা, লেন্ডল সিমন্স, নাথু সিং, টিম সাউদি, জগদিশা সুচিথ, বিনয় কুমার ও অক্ষয় ওয়াখারে।

 

৬. রাইজিং পুনে সুপারজায়ান্টস : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), অঙ্কিত শর্মা, বাবা অপরাজিথ, মুরুগান অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন, অঙ্কুশ বাইনস, রজত ভাটিয়া, স্কট বোল্যান্ড, দীপক, চাহার, অশোক দিনদা, ফাফ ডু প্লেসিস, পিটার হ্যান্ডসকম্ব, জাসকরন সিং, মিচেল মার্শ, আলবি মরকেল, ঈশ্বর পান্ডে, ইরফান পাঠান, থিসারা পেরেরা, কেভিন পিটারসেন, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, আরপি সিং, স্টিভেন স্মিথ, সৌরভ তিওয়ারি ও অ্যাডাম জাম্পা।

 

৭. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি (অধিনায়ক), বরুন অ্যারন, আবু নেসিম, শ্রীনাথ অরবিন্দ, স্যামুয়েল বদ্রি, স্টুয়ার্ট বিনি, জুভেন্দ্র চাহাল, এবি ডি ভিলিয়ার্স, প্রভিন ডাবে, ক্রিস গেইল, ট্র্যাভিস হেড, ইকবাল আবদুল্লাহ, কেদার যাদব, অক্ষয় কার্নেওয়ার, সরফরাজ খান, বিক্রমজিত মালিক, মন্দ্বীপ সিং, অ্যাডাম মিলনে, পারভেজ রসুল, হার্শাল প্যাটেল, লোকেশ রাহুল, কেন রিচার্ডসন, শচীন বেবি, মিচেল স্টার্ক, বিকাশ তোকাস, শেন ওয়াটসন, ডেভিড ও ভিসে।

 

৮. দিল্লি ডেয়ারডেভিলস : জহির খান (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, খলিল আহমেদ, স্যাম বিলিংস, কার্লোস ব্রাফেট, নাথান কোল্টার-নাইল, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, অখিল হেরওয়াকার, ইমরান তাহির, শ্রেয়াস আয়ার, মহীপাল লোমরোর, চাহামা মিলিন্দ, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, ক্রিস মরিস, শাহবাজ নাদিম, করুন নাইর, পাওয়ান নেগি, রিশাব পান্ত, জোয়েল প্যারিস, প্রত্যূষ সিং, সঞ্জু স্যামসন, পাওয়ান সুয়াল ও জয়ন্ত যাদব ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x