1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
আইএমএফের ঋণ: শুক্রবারের মধ্যে মিলবে দ্বিতীয় কিস্তির অর্থ - প্রিয় আলো

আইএমএফের ঋণ: শুক্রবারের মধ্যে মিলবে দ্বিতীয় কিস্তির অর্থ

  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮০
Imf 1024x614

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ আগামী শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যেই পাওয়া যাবে।

বুধবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

নিয়ম-নীতি মেনে অ্যাকাউন্টে ঢুকবে আইএমএফের ৬৮ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয় জানিয়ে বিজ্ঞপ্তি দেয় আইএমএফ।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসেই বিভিন্ন বিদেশি সহযোগীর দেয়া এক দশমিক ৩১ বিলিয়ন ডলার যুক্ত হবে রিজার্ভে।

গত অক্টোবরে এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনা করে আইএমএফ। এ সময় কাঠামোগত সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানায় আইএমএফ। একই সময়ে নিরপেক্ষ রাজস্ব নীতি ও মুদ্রার বিনিময় মূল্যের ক্ষেত্রে আরও নমনীয় হওয়ার কথা বলে সংস্থাটি।

এরই ধারাবাহিকতায় এবার ঋণের ২য় কিস্তির অর্থ ছাড়। গত ফেব্রুয়ারিতে আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার বুঝে পেয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। সাত কিস্তিতে ২০২৬ সালের মধ্যে এই ঋণ মিলবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x