1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
যে কারণে প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো মেসিরা - প্রিয় আলো

যে কারণে প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো মেসিরা

  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৮২
মেসি

বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর সে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করাই যেন অলিখিত নিয়ম।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

তবে সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভিন্ন পন্থা অবলম্বন করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

৩৬ বছর পর নতুন ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ভবনে উদযাপনের পরিবর্তে আলবিসেলেস্তারা বেছে নেন সাধারণ মানুষদের। এমন অর্জনের আনন্দটা ভাগাভাগি করে নেন বুয়েন্স আয়ার্সের রাস্তায়।

দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক ‘বুয়েনস আয়ার্স টাইমস’ জানায়, রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেন ফুটবলাররা। তবে বিশ্বকাপজয়ী ফুটবলারদের এমন আচরণে কষ্ট না পাওয়ার কথা জানিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। বরং তার সময়ে আর্জেন্টিনা বিশ্বকাপ-কোপা আমেরিকাসহ তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতায় নিজেকে প্রেসিডেন্ট অব থ্রি কাপ দাবি করছেন তিনি।

উল্লেখ্য, বিশ্বকাপজয়ী দল কাতার থেকে দেশে ফেরার পরদিন বুয়েনস আয়ার্স শহরে রূপকথার নায়কদের স্বাগত জানায় ৫০ লাখ মতো মানুষ।

এর আগে, ১৯৭৮ ও ৮৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রেসিডেন্টের সাথে দেখা করে আর্জেন্টিনা ফুটবল দল।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x