1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বিশ্ব নন্দিত মুফতি মোস্তফা হামিদীর ইন্তিকালঃ মুসলিম মিল্লাতে শোক - প্রিয় আলো

বিশ্ব নন্দিত মুফতি মোস্তফা হামিদীর ইন্তিকালঃ মুসলিম মিল্লাতে শোক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩০৯
J
j

মুফতি মোঃ মোস্তফা হামিদী

আমিনুল ইসলামঃ বাংলার আযহার ছারছীনা মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, বিশ্ব নন্দিত আলেম, মুফতিয়ে আযম, মুনাযারে মিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলোকবর্তিকা, হানাফী মাজহাবের সংগ্রামী সৈনিক, মুনাজিরে আহনাফ, মুসলিম জাহানের বরেণ্য আলেমেদ্বীন,  লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শাঈখুল হাদীছ আল্লামা মুস্তফা হামিদী হুজুর কোটি কোটি আলেম -উলামা, তলাবাদেরকে শোক সাগরে ভাসিয়ে আজ আজ সুবহে সাদিকের সময় ইনতিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তার ইন্তিকালে উপমহাদেশের মুসলিম জাতি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিসকে হারালো।

হুজুর হাজার হাজার মুহাদ্দিসগণকে হাদীস শিক্ষা দিয়েছিলেন, হাজারো মূফতী তৈরী হয়েছে তার প্রচেষ্টায় ৷ ইলমে দ্বীনের প্রসারের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন অনেক মাদ্রাসা, মসজিদ, ইবাদত খানা, খানকাহ্ ইত্যাদি ৷ তার নিকট থেকে হাদীস শিক্ষাপ্রাপ্ত উলামায়ে কেরামগন আজ পৃথীবির বিভিন্ন প্রান্তে ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন ৷  শত ব্যাস্ততার মাঝেও বাঙ্গালী মুসলিম জাতির জন্য তিনি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের উপর রচনা করে গিয়েছেন অসংখ্য কিতাব-পুস্তক ৷ এছাড়া তিনি বিভিন্ন ইসলামী সাহিত্য পত্রিকায় লেখালেখি করতেন ৷

মুসলিম সমাজে সৃষ্ট ইখতেলাফী মাছায়েলের সমাধানের জন্য তিনি বাহাছ-মুনাজারায় নেতৃত্ব দিতেন ৷ তার ক্ষুরধার বক্তব্যের মাধ্যমে অনেক বাতিল মতামত রহিত হয়ে যেত ৷ লক্ষ-কোটি জনতার সম্মূখে দন্ডায়মান হয়ে বীরদর্পে অগ্নিঝরা বক্তব্য পেশ করতেন ৷ আজ সেই মহান আলেমেদ্বীন না-ফেরার দেশে  চলে গিয়েছেন ৷ আমরা জান্নাতে তার উচ্চমাকাম কামনা করি ৷

শায়খুল হাদীস ওস্তাজুল ওলামা মুফতিয়ে আজম আল্লামা মোস্তফা হামিদি হুজুরের জানাযার নামায আগামীকাল ২৮ সেপ্টেম্বর বাদ জোহর কুমিল্লায় নিজ বাড়ির মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
বিঃদ্রঃ কোন বিশেষ কারনে জানাযার নামাজের সময় পরিবর্তন হলে জানানো হবে ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x