1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বিএনপি কার্যালয়ের সামনে থেকে পেট্রোল বোমা উদ্ধার - প্রিয় আলো
শিরোনাম
সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত উপজেলা ভোট: নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ফের হুঁশিয়ারি কাদেরের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত আপাতত নেই: জনপ্রশাসন মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক হবে মঙ্গলবার চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি জেদ্দা, মক্কা ও মদিনায় সীমাবদ্ধ থাকবে হজ ভিসা সব নারী সাধু না: রিচা চাড্ডা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে: মেয়র আতিক

বিএনপি কার্যালয়ের সামনে থেকে পেট্রোল বোমা উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০২
Natore 2211200706

নাটোরের লালপুরে বিএনপির কার্যালয় সামনে থেকে ককটেলের মতো পাঁচটি বস্তুসহ ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা করেছে তারা।

শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে পৌর ও উপজেলা বিএনপির কার্যালয় সামনে থেকে বস্তুগুলো উদ্ধার হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন হোসেন জানান, নাশকতা সৃষ্টির জন্যেই বিএনপির কর্মীরা তাদের কার্যালয়ে এই পেট্রোল বোমা এবং ককটেল জমা করে রেখেছিল। পরে পুলিশ তা উদ্ধার করেছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান, ‘আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ। আর এ লক্ষ্যে অস্থির পরিবেশ তৈরীর জন্যেই বিএনপির কর্মীরা এমনটা করেছে।’

পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কর্মী সমর্থকরা দুদিন দুদফায় বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারাই মূলত ককটেল ও পেট্রোল বোমা রেখে যায়। গত ১৭ নভেম্বর প্রথম দফায় আওয়ামী লীগ নেতা কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। শনিবারও তারা হামলা চালিয়ে ভাঙচুর করার পর বোমাগুলো কার্যালয়ের সামনে রেখে পুলিশে খবর দেয়।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, ‘পেট্রোল বোমা ও ককটেলের মতো বস্তুগুলো কে বা কারা বিএনপি কার্যালয়ের সামনে রেখে গেছে বলে খবর আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। এঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।’

প্রিয়আলো/আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x