1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছের স্বাদ ফেরানোর উপায় - প্রিয় আলো

দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছের স্বাদ ফেরানোর উপায়

  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ২৪৯
24

প্রিয়আলো, রা24ন্নাঘরঃ  অতীতে বাঙালির বাড়িতে প্রতিবেলাতেই টাটকা মাছ ঢুক
তো রান্নাঘরে। সেজন্য বাড়ির বয়স্করা এখন ফ্রিজে রাখা বাসি মাছ দেখলেই নাক সিঁটকান।

আফসোস করে বলেন, বাসি মাছের কি আর সেই স্বাদ হয়!

কিন্তু বর্তমানে ব্যস্ত জীবন, কাজের চাপে এখন আর কারোরই সময় নেই প্রতিদিন বাজার।

 

তাই সাপ্তাহিক ছুটির দিনে কয়েকদিনের বাজার করে ফ্রিজে রাখা এখন প্রায় সব বাড়ির নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অগত্যা বাসি মাছ খাওয়া আর টাটকা মাছের স্বাদের জন্য হা-হুতাশ করতে হয় সবাইকে।

তবে খুব সহজেই ফ্রিজে রাখা মাছে টাটকা স্বাদ ফিরিয়ে আনতে পারেন। ভাবছেন, ফ্রিজে রাখা মাছের আবার টাটকা স্বাদ ফেরে নাকি?  বিশ্বাস না হলে এক মেনেই দেখুন এই নিয়ম।

এই ৫ ধাপে ধুয়ে নিন মাছ

মাছ ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা কমিয়ে নিন। বড় মাছ হলে আগে থেকে টুকরো করা থাকলে ভাল। নাহলে টুকরো করে কেটে নিন। ছোট মাছ হলে কোনও অসুবিধা নেই।

একটা বাটিতে দুধ ও পানি মেশান।

এই মিশ্রণে মাছ ভিজিয়ে রেখে দিন ৩০ মিনিট।

মিশ্রণ থেকে তুলে পরিষ্কার পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন।

বাসি স্বাদ কেটে গিয়ে মাছের স্বাদ যেমন ফিরে আসবে তেমনই কেটে যাবে আঁশটে গন্ধ। এ বার রান্না করুন নিজের পছন্দ মতো রকম-সকম।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x