অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়’।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে ফারুকীসহ আরও দুই নতুন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ পাঠ শেষে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
লিখেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’
ফারুকী আরও বলেন, ‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। সেটা যদি করতে পারি, তাহলে বুঝব- যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা সফল হয়েছে।’
সবশেষ ভক্ত ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি যদি কোথাও কোনো ভুল করি, আশা করি আপনারা সেটা ধরিয়ে দেবেন। আমি সেটা খুশি মনে গ্রহণ করব।’
এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় ফারুকীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ভিডিওটি পোস্ট করে তিশা লেখেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী। আলহামদুলিল্লাহ।’
অভিনেত্রীর এ পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করে ফারুকীকে অভিবাদন জানাচ্ছেন। ইনস্টাগ্রামে পোস্টটি করার এক ঘণ্টার মধ্যে সাড়ে পাঁচ হাজার রিঅ্যাকশন পড়ে।
তিশার সেই স্ট্যাটাসে ভক্তরাও ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তার হাত ধরে এবার দেশের শোবিজ অঙ্গনে বড় কিছু পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা করেছেন তারা।