পিএসজি অধ্যায়ের ইতি টানলেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার সার্জিও রামোস। প্যারিসে দুই মৌসুম কাটানোর পর পার্ক দে প্রিন্সেসে ক্লেঁমো ফুতের বিপক্ষে ম্যাচটি হবে পিএসজির জার্সিতে সার্জিও রামোসেরও শেষ ম্যাচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় রামোস দুইটি ‘বিশেষ’ বছরের জন্য ফরাসি জায়ান্ট ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন।
রিয়াল মাদ্রিদ থেকে ২০২১ সালের গ্রীষ্মে পিএসজিতে যোগ দেন রামোস। প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস লড়েছেন চোটের সঙ্গে।
এমনকি, এক পর্যায়ে কোনো ম্যাচ না খেলেই তার বিদায়ের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে গত প্রায় দুই বছর ধরে পিএসজিতে ছিলেন রামোস।
ক্লাবটির হয়ে দুই মৌসুমে সব মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার, জিতেছেন দু’টি লিগ শিরোপাও।