1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমর্ত্রী - প্রিয় আলো

পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমর্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৭১
Hasina

প্রধানমর্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফরে নিত্যপণ্যসহ বিশ্বে সবকিছুর দাম বাড়ায় পরিস্থিতি সামাল দিতে এখন রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে। দেশের জনগণের জন্য এটা করতে হচ্ছে। তাই আমি আবারও বলব আমাদের মিত্যব্যয়ী হতে হবে।

আজ শনিবার বঙ্গবন্ধুর আনর্জাতিক সম্মেলন কেন্দ্যে জাতীয় সমবায় দিবসের এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরও উৎপাদন বাড়াতে হব। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা বিনা পয়সায় সবাইকে কোভিডের টিকা দিয়েছি রিজার্ভ ব্যবহার করে। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x