1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে আজিজুস সামাদ আজাদ ডন

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৫৫৪

“রক্ত কথা বলে” কথাটি প্রতিবারই প্রমাণ করছেন দেশের সাদা মনের মানুষেরা। এবার ভাটি বাংলার সিংহ পুরুষ, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের পুত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিলেন মানবতার হাত।

ছবি: আজিজুস সামাদ আজাদ ডন

 

গেল কয়েকদিনে সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম। মানুষের বাড়িঘর, রাস্তাঘাট এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়েছে।

ছবি: সুনামগঞ্জের বন্যার্ত এলাকার স্থির চিত্র

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক ও সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় ছাতক ও তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুরমা নদীর তীর উপচে জেলা শহরের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। দোয়ারাবাজার উপজেলা পুরোটাই বন্যাকবলিত। ছাতক উপজেলায় ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৮০টি পরিবারের ৩০০ জন মানুষ আশ্রয় নিয়েছে।

পেটে খাবার আর মাথায় দুশ্চিন্তা ভর করলে আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে কোনো সান্ত্বনা যখন কাজে আসে না, তখন কাজে আসে অন্যের দেয়া উৎসাহ আর মনোবল বৃদ্ধির জন্য ভালোবাসা। আর সেই কাজটিই করছেন আজাদ পুত্র আজিজুস সামাদ আজাদ ডন। শুক্রবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে তালিকা তৈরি করেন তিনি। যেখানে যার যেমন সহায়তা প্রয়োজন সে বিষয়ে নিয়েছেন কার্যকরী উদ্যোগ।

ছবি: বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ

নৌকা দিয়ে ঘুরে ঘুরে ডুবে যাওয়া বাড়ী-ঘর গুলোতে নিয়েছেন খোঁজ-খবর। একেবারেই নাজুক পরিস্থিতির মানুষদের বিষয়ে অবহিত করেন দলীয় হাইকমান্ডকে। বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি দেশের সকল বিত্তশালীদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আজিজুস সামাদ আজাদ ডন একজন স্পষ্টভাষী ও আবেগ-ভালবাসার মিশেলে একজন খাঁটি দেশপ্রেমিক। একাধারে কলামিষ্ট, প্রাবন্ধিক, নাট্যকার, নির্দেশক এবং কথা সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়।

ছবি: আজিজুস সামাদ আজাদ ডন

আজিজুস সামাদ আজাদ ডন এর জন্ম ইংরেজি ২৯ জুন ১৯৬০ খ্রিস্টাব্দ।

শিক্ষা ও কর্মজীবনঃ ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল থেকে ১৯৭৬ সালে এসএসসি, ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ থেকে ১৯৭৮ সালে এইচএসসি এবং ১৯৮০ সালে কৃতিত্বের সাথে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পাশ করে ১৯৮০-৮৪ সাল পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পেোরেশনে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বিয়েঃ ৩১ মার্চ ১৯৯৯ সালে মুমতাহিনা রীতু’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর সহধর্মিণী মুমতাহিনা হাসনাত রীতু দেশের দর্শক নন্দিত একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা।

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজিজুস সামাদ আজাদ ডনসহ তাঁর পরিবার

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজিজুস সামাদ আজাদ ডনসহ তাঁর পরিবার

একই সাথে সংবাদ উপস্থাপক/উপস্থাপিকাদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর সভাপতির পদ অলংকৃত করে চলেছেন মুমতাহিনা হাসনাত রীতু। এদিকে, মুমতাহিনা রীতু তাঁর স্বামী আজিজুস সামাদ আজাদ ডন সম্পর্কে জানান; “এ যেন বাবার দেখানো পথেই হাটছেন আজিজুস সামাদ আজাদ ডন”

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com