1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
১০ বছর পর গরিব মানুষ দেখতে জাদুঘরে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - প্রিয় আলো

১০ বছর পর গরিব মানুষ দেখতে জাদুঘরে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭
Home Minister

আগামী ১০ বছর পর গরিব মানুষ দেখতে জাদুঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বরিশালের মুলাদী থানার নতুন ভবন উদ্বোধন শেষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মানুষকে ফাঁদ (ট্র্যাপ) হিসেবে ব্যবহার করেছে, জনগণ তাদের ভোট দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনেও মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দেবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। মানুষ এখন আর দরিদ্র নাই, কোথাও কুঁড়েঘর দেখতে পাওয়া যায় না। আগামী ১০ বছর পরে গরিব কিংবা দরিদ্র মানুষ দেখতে জাদুঘরে যাওয়া লাগবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে গরিব মানুষ রাখার জন্য জাদুঘর বানাতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলার অনেক উন্নয়ন হয়েছে। পরিবর্তন এসেছে পুলিশ বাহিনীতে। ২০ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে পার্থক্য রয়েছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে, তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর কাজের ধারা পরিবর্তন করা হয়েছে। দেশে দৃষ্টিনন্দন থানা-ভবন নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল থানায় নতুন ভবন নির্মাণ করা হবে।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্মা, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ বিশ্বাস, বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে. এম জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস. এম আক্তারুজ্জামান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে. এস. এ মহিউদ্দীন মানিক, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ প্রমুখ।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x