1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
রংপুরে পরিবহন ধর্মঘট শুরু, যাত্রীদের চরম দুর্ভোগ - প্রিয় আলো

রংপুরে পরিবহন ধর্মঘট শুরু, যাত্রীদের চরম দুর্ভোগ

  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৮৮
Image 196590 1666937957

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে শনিবার (২৯ অক্টোবর) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশের আয়োজন করছে দলটি।

বিএনপির বিভাগীয় সমাবেশের ২ দিন আগে রংপুরে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি। শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও ধর্মঘটের কারণ হিসেবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবির কথা উল্লেখ করা হয়েছে।

ধর্মঘটে আন্তজেলা পরিবহনসহ ঢাকাগামী সকল যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে রংপুর নগরীর কামারপাড়াস্থ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে বাসের টিকেট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাস কাউন্টারের এক কর্মচারী জানান বিএনপির সমাবেশে নৈরাজ্য সৃষ্টি হতে পারে এ আশঙ্কায় বাস চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা যাওয়ার যাত্রীরা জানান, হঠাৎ পরিবহন ধর্মঘটের ফলে আমরা চরম দুর্ভোগে পড়েছি।

একই অবস্থা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালেও। সেখান থেকেও শতাধিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। একইভাবে ট্রাক, মাইক্রোবাস, মিনিবাস চলাচলও বন্ধ রয়েছে। বাসের ড্রাইভার হেলপাররা জানান, মালিকের নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে।

এদিকে নগরীতে অটোরিকশা ধর্মঘট ডাকলেও নগরীতে কিছু অটোরিকশা ও প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে। নগরীতে জনসমাগমও অনেকটা কম।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x