1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
মেসিকে নিয়েই এশিয়া সফরে আর্জেন্টিনা - প্রিয় আলো

মেসিকে নিয়েই এশিয়া সফরে আর্জেন্টিনা

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৭৩
Image 225158 1685256955

পিএসজির মহাতারকা লিওনেল মেসিকে নিয়েই এশিয়া সফরের দল দিয়েছেন লিওনেল স্কালোনি।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে শনিবার রাতে মেসিকে অধিনায়ক করে ২৭ সদস‍্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ।

তবে বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন ফুটবলারই বাদ পড়েছেন এবার, সেই সঙ্গে রয়েছে চমকও।

অভিষেকের অপেক্ষায় থাকা আলেহান্দ্রো গারনাচো দলে ফিরেছেন আবার। এছাড়া স্কালোনির দলে ডাক পেয়েছেন ওয়ালতার বেনিতেস, লেনার্দো বালেরদি, ফাকুন্দা মেদিনা ও দিয়েগো সিমিওনের ছেলে হিওভানি সিমিওনে।

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। ইনজুরির কারণে সুযোগ পাননি লিসান্দ্রো মার্তিনেস ও পাওলো দিবালা। বাদ পড়েছেন লাওতারো মার্তিনেসও। গোড়ালির অস্ত্রপচার করবেন বলে আগে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।

চীনে আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাদের হারিয়েই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন মেসিরা। এরপর আগামী ১৯ জুন তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ম্যাচটি হবে অবশ্য ইন্দোনেশিয়ার মাটিতে।

এই দুটি প্রীতি ম্যাচ খেলার পর আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ যাত্রা।

এশিয়া সফরের আর্জেন্টিনা দল

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।

রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।

মাঝমাঠ : লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।

আক্রমণভাগ : লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x