1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থীর মৃত্যু - প্রিয় আলো

প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৯৪
Ded Body

প্রদীপ জ্বালাতে গিয়ে শরীরে আগুন লেগে দগ্ধ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা (২৩) মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৌমিতা সাহা রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালানোর সময় অসাবধানতাবশত মৌমিতা সাহার শাড়িতে আগুন লেগে যায়। এতে তিনি দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে শরীরের ৩০ শতাংশ দগ্ধ হওয়ায় ওই রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ১১ দিন পর ‍বৃহস্পতিবার রাতে মারা যান মৌমিতা।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল বলেন, ‘রাতে মৌমিতা মারা যাওয়ার পর লাশ ঢাকা থেকেই খুলনায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এ মৃত্যু অনাকাক্ষিত। আমরা মৌমিতার মৃত্যুতে শোকাহত।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x