1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
দুই হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অসন্তোষ প্রকাশ - প্রিয় আলো

দুই হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অসন্তোষ প্রকাশ

  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭২
Img 20240615 194558

হঠাৎ রাজধানীর দুই হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় তিনি এ দুই হাসপাতালে সার্বিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার (১৫ জুন) বিকেলে ঢাকা পঙ্গু ও কিডনি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতাল দুটিতে তিনি নানা সমস্যা দেখতে পান।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি হাসপাতালে বেশ কয়েকটি ডায়ালাইসিস মেশিন বিকল আছে, এতে রোগীদের সমস্যা হচ্ছে। এ ছাড়া পঙ্গু হাসপাতালেও অপারেশন থিয়েটার পর্যাপ্ত নেই। এ অবস্থায় ঈদের ছুটির পর দুটি হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, প্রশাসন অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, নিষিদ্ধ হ্যালোথেন যেখানেই পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নিষিদ্ধ হ্যালোথেন ব্যবহারের প্রমাণ পেলে বেসরকারি হাসপাতালে লাইসেন্স নবায়ন করা হবে না।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x