1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
কোহলি-রোহিতদের বার্ষিক ৯ কোটি টাকা দেবে বোর্ড - প্রিয় আলো

কোহলি-রোহিতদের বার্ষিক ৯ কোটি টাকা দেবে বোর্ড

  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮০
Image 217462 1679926111

পুরুষ ক্রিকেটারদের নতুন বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। এতে সাত কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি (৮ কোটি ৯৪ লাখ) টাকা পাবেন চার ক্রিকেটার।

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং যাশপ্রীত বুমরাহ ২০২২-২৩ সালের জন্য বোর্ডের কাছ থেকে বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি টাকা পাবেন।

রোববার (২৬ মার্চ) রাতে বিসিসিআই যে নতুন বার্ষিক চুক্তির কথা ঘোষণা করেছে, তাতে এই চার ক্রিকেটার আছেন সর্বোচ্চ ‘এ’ প্লাস তালিকায়।

পরের ধাপে আছে ‘এ’ তালিকায় থাকা ক্রিকেটাররা। তারা পাবেন বছরে পাঁচ কোটি রুপি। এই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মুহম্মদ শামি ও ঋষভ পন্থ।

গ্রুপ ‘বি’তে আছেন ছয় ক্রিকেটার। তারা পাবেন বছরে তিন কোটি রুপি। এই তালিকায় আছেন, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, মুহম্মদ সিরাজ ও শুভমান গিল। কে এল রাহুল আগেরবার ‘এ’ গ্রুপে ছিলেন। এবার তিনি ‘বি’ গ্রুপে আছেন।

‘সি’ গ্রুপের ১১ জন ক্রিকেটার পাবেন এক কোটি রুপি করে। এই তালিকায় ঠাঁই পেয়েছেন, উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর, ঈশান কিষান, দীপক হুডা, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, কে এস ভরত, সাঞ্জু স্যামসন এবং আকাশদীপ সিং।

চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগরওয়াল, ইশান্ত শর্মা, দীপক চাহার, হনুমা বিহারী ও অজিঙ্কা রাহানে।

এইবার চুক্তি তালিকায় ঠাঁই পেয়েছেন কে এস ভারত, সাঞ্জু স্যামসন, ঈশান কিষান, অর্শদীপ সিং ও দীপক হুডা।

এ ছাড়া ক্রিকেটাররা টেস্ট খেললে ১৫ লাখ, একদিনের আন্তর্জাতিক খেললে ছয় লাখ ও টি-টোয়েন্টি খেললে তিন লাখ রুপি করে পাবেন।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x