1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
আফগানিস্তানে নৌকা ডুবে নিহত অন্তত ২০ - প্রিয় আলো

আফগানিস্তানে নৌকা ডুবে নিহত অন্তত ২০

  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৭
3936086

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) স্থানীয় সময় সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার নদীতে ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বাদলুন বলেছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে পূর্ব নানগারহারের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদীতে নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

নানগারহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, নৌকাডুবির এই ঘটনায় পাঁচজন বেঁচে গেছেন। কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

প্রদেশের সরকারি কর্মকর্তারা বলেছেন, নৌকাডুবির এই ঘটনায় অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় গণমাধ্যম বলেছে, কাছাকাছি কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা প্রায়ই বৈরী পরিস্থিতিতে নৌকা ব্যবহার করে নদী পার হন।

সূত্র: এএফপি

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x