1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
আপিল বিভাগের এজলাসের লাইভ সম্প্রচারের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা - প্রিয় আলো

আপিল বিভাগের এজলাসের লাইভ সম্প্রচারের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা

  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮২
High

বিধি অনুযায়ী, আদালত কক্ষের (এজলাস) কার্যক্রম লাইভ সম্প্রচার তো দূরের কথা, যেকোনো ধরনের ভিডিও ধারণ কিংবা ছবি তোলাই দণ্ডনীয় অপরাধ। কিন্তু, অপ্রচলিত এ সুযোগটিই এবার পেতে যাচ্ছেন সাংবাদিকরা।

আগামী ১০ জুন (সোমবার) আপিল বিভাগের এজলাস কক্ষের ছবি ওঠানো, ভিডিও ধারণ, এমনকি লাইভ সম্প্রচার করার সুযোগ করে দিচ্ছেন প্রধান বিচারপতি।

জানা গেছে, ওইদিন বিভিন্ন সংস্কারসহ আধুনিকীকরণ করা এজলাস কক্ষে নতুন করে বিচারকাজ শুরু হবে। এ উপলক্ষে ১০ জুন বিকেল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ এ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

বুধবার (৫ জুন) এ বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষে আগামী ১০ জুন সোমবার বিকেল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। অধিবেশনে আপনারা (সাংবাদিকরা) প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন।

অবশ্য, কেবল ওই একদিনের জন্যই সাংবাদিকদেরকে ক্যামেরাসহ প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x