1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
আজ ঈদ - প্রিয় আলো
শিরোনাম
ধর্ষণ মামলায় মুচলেকা দিয়ে জামিন পেলেন মামুনুল হক আনার হত্যা: খাগড়াছড়ি থেকে গ্রেফতার মোস্তাফিজ-ফয়সাল কারও সঙ্গে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন ২ সেপ্টেম্বর দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে চালু হলো শাটল বাস সার্ভিস ডিএসইর পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থার নির্দেশ বোতলজাত পানির দাম কেন বাড়লো, খবর নিয়ে ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী মানব দেহে প্রথম বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দিল বিএনপি

আজ ঈদ

  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৬৫
Eid Today 1024x576

ত্যাগের মহিমা নিয়ে আবার এলো পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মালম্বীদের মাঝে বইছে আনন্দ। হিজরি বর্ষপুঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতায় রয়েছে ঈদের নামাজ। সোমবার (১৭ জুন) সকালে দুই রাকাত ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সামর্থ্যবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কোরবানি দেবেন।

মুসলমানদের এই কোরবানি বা আত্মত্যাগের ইতিহাস অনেক প্রাচীন। পবিত্র কোরআনের বর্ণিত আছে, হজরত ইবরাহিম (আ) আল্লাহ তায়ালার কাছে নেক সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। এরপর ইবরাহিম (আ) ঘরে হজরত ইসমাইল (আ)-এর জন্ম হয়। একপর্যায়ে ইসমাইল (আ) চলাফেরা করার মতো বয়স হলে আল্লাহ তায়ালা স্বপ্নে তার পিতা ইবরাহিম (আ)-কে তাকে জবাই করা নির্দেশ দেন। পিতার মুখ থেকে এ কথা শুনে হজরত ইসমাইল (আ) রাজি হয়ে যান। এরপর ইবরাহিম (আ) একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ইসমাইল (আ)-কে জবাইয়ের প্রস্তুতি নেন। এ সময় ইসমাইল (আ)-কে জবাইয়ে উদ্যত হলে তাৎক্ষণিক আল্লাহ তায়ালা জান্নাত থেকে একটি জন্তু (দুম্বা) পাঠিয়ে দেন। এ সময় ইসমাইল (আ)- পরিবর্তে সেই জন্তুটি জবাই হয়। আল্লাহ তায়ালা ইবরাহিম (আ) এই আত্মত্যাগে খুশি হন। এরপর থেকে জিলহজ মাসের ১০ তারিখ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিম ধর্মালম্বীরা পশু কোরবানি দিয়ে থাকেন।

এদিকে, আজ রাজধানীর জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ১৮৪টি ঈদগাহ ও প্রায় দেড় হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এ তথ্য জানিয়েছে।

প্রতি বছরের মতো জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এই জামাতে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x