1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
অনেক কিছু জেতার ইচ্ছে আছে: মেসি - প্রিয় আলো

অনেক কিছু জেতার ইচ্ছে আছে: মেসি

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৯৮
1678172409.untitled 4

বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসির অর্জনের আর কিছুই বাকি নেই বলতে গেলে। ক্লাব ফুটবলে তার অর্জনের সংখ্যা গুনে শেষ করাই মুশকিল হয়ে যাবে।

কিন্তু এর প্রায় সবটুকুই বার্সেলোনার হয়ে। বর্তমান ক্লাব পিএসজির হয়ে জিতেছেন কেবল লিগ ওয়ান। তবে সেই মৌসুমে মেসি নিজের ছায়া হয়েই ছিলেন। কিন্তু চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। তার হাত ধরে একের পর এক জয় পাচ্ছে পিএসজি। তাই ক্লাবটির হয়ে এবার অনেক কিছুই জিততে চান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছে। সেটি বিভিন্ন কারণে। কিন্তু এ মৌসুম অন্যভাবে শুরু করেছি। অনেক কিছু জেতার ইচ্ছে আছে মনে। আমি এই ক্লাব, শহর ও শহরের মানুষদের সঙ্গে আরও স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমি সত্যিই মৌসুমটা উপভোগ করছি। আমার পুরো জীবনটাই এমন। প্রতিদিনই নিজেকে নিংড়ে দেওয়া, আরও বেশি সাফল্যের চাহিদা; আমি প্যারিসের হয়ে শিরোপা জিততে চাই। মৌসুমের শুরুতে যেসব বড় শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছি, সেগুলো জিততে চাই। ’

কাতার বিশ্বকাপ জেতার পর মেসিকে রাজকীয়ভাবে বরণ করে নেন পিএসজি সতীর্থরা। সেই সংবর্ধনা নিয়ে মেসি বলেন, ‘সত্যিটা হলো, এটি খুবই হৃদয়স্পর্শী ছিল। যা হয়েছে তা খুবই সুন্দর ছিল এবং এসব অনুভূতি ব্যাখ্যা করাও কঠিন। কারণ বিশ্বকাপ জেতাটা ছিল আমার আজীবনের স্বপ্ন যা আমরা আর্জেন্টাইনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরেছি। আমরা আশা করেছিলাম পাগলাটে এক উদযাপন হবে কিন্তু এমন পাগলাটে হবে তা ভাবিনি। এই মুহূর্ত আজীবনের জন্য স্মৃতিতে গচ্ছিত থাকবে। সব আর্জেন্টাইন এবং যারা খেলার সুযোগ পেয়েছে, তারা সবাই এই স্মৃতি মনে রাখবে। ’

ফাইনালে ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকেই টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন মেসি, ‘এটা সত্যি যে, ফাইনালটা শ্বাসরুদ্ধকর ছিল এবং ম্যাচের চিত্রনাট্য পুরোই পাগলাটে ছিল। ফাইনালে অবিশ্বাস্য তিনটি গোল করেও এমবাপ্পে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে সে আগেই তা জিতেছে এবং সে জানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ কেমন। তবে হ্যাঁ ফুটবল বিশ্বের জন্য এ এক অসাধারণ ফাইনাল ছিল। এবং এটা সত্যি যে এমবাপ্পের সঙ্গে একই দলে খেলতে দারুণ লাগছে। আশা করি, একসঙ্গে প্যারিসে দারুণ কিছু করবো আমরা। ’

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামীকাল বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে পিছিয়ে রয়েছে তারা। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছেন মেসি, ‘মিউনিখে আমরা প্রথম ম্যাচের মতোই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, খুবই কঠিন ম্যাচ খেলতে চাচ্ছি। সবকিছুই ছোট ছোট জিনিসের ওপর নির্ভর করছে, বিশেষ করে এই পর্যায় থেকে জেতাটা খুবই কঠিন। তবে আমার মনে হয় নিজেদের কাজগুলো ঠিকঠাকমতো করলে জেতা সম্ভব। চ্যাম্পিয়নস লিগে আমরা আমাদের সফরটা অব্যাহত রাখতে চাই। এবং সেই চেষ্টাই করতে যাচ্ছি আমরা। ’

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x