1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
৯ বছর পর হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ - প্রিয় আলো

৯ বছর পর হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯
P

বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপটা খুব একটা ভালো হলো না বাংলাদেশের। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশকে ধবলধোলাই করল কিউইরা।

টাইগারদের দেওয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ৯১ রান হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। দলীয় ৮ রানের মাথায় সাজঘরের পথ ধরতে হয় দুই ওপেনার তানজিদ হাসান ও জাকির হাসানকে।

ব্যর্থদের তালিকায় নাম লেখান তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদও।

কিন্তু এক ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া শান্ত শক্তহাতে উইকেটের একপ্রান্ত আগলে ধরে রেখগে চালিয়ে যেতে থাকেন লড়াই। ব্যক্তিগত ৭৬ রানে ম্যাকঞ্চির শিকার বনে তিনি মাঠ ছাড়লে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ।

শেষ পর্যন্ত ১৭১ রান তুলতেই থামে তাদের রানের চাকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই কিউই ব্যাটার ফিন অ্যালেন ও উইল ইয়ং। দুজনের অবিচ্ছেদ্য ৪৯ রানের জুটি ভাঙে শরিফুল ইসলামের সুবাদে। ইনিংসের দশম ওভারে তার ব্যাক টু ব্যাক আঘাতে সাজঘরের পথ ধরতে হয় অ্যালেন ও ডিন ফক্সক্রফটকে।

তবে উইকেট কামড়ে ধরে রানের চক্সাকা সচল রাখেন ইয়ং। সঙ্গে নেন হেনরি নিকলসকে। এই দুইজন দলকে টেনে নিয়ে যেতে থাকেন জয়ের দ্বারপ্রান্তে।

দলীয় ১৩০ রানে নাসুম আহমেদ ইয়ংকে ফেরালেও ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়েই গেছে।

শেষ পর্যন্ত আর ম্যাচটি বের করে আনতে পারেনি বাংলাদেশ। ৭ উইকেটের হারের পাশাপাশি ৯ বছর পর ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x