দুটি বিদেশি ও একটি দেশীয় কোম্পানি থেকে ৩৭৮ কোটি ৪১ কোটি ৮৮ হাজার ৫২৫ টাকা ব্যয়ে ৯০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১২৭ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকার ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার।
একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে বিসিআইসি কর্তৃক কাতারের মুনতাজাত থেকে ১২৭ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকার ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বিসিআইসি কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১২৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৬২৫ টাকার ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব তথ্য জানান।