1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

৭০ জিম্মিকে মুক্তি দেবে হামাস

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৩
Hamas.cover
TOPSHOT - A member of Ezzedine al-Qassam Brigades, military wing of the Palestinian Hamas movement, takes part in a parade in Gaza City on November 14, 2021. (Photo by MAHMUD HAMS / AFP) (Photo by MAHMUD HAMS/AFP via Getty Images)

জিম্মি বন্দির বিনিময়ে অস্ত্রবিরতীর দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম উইওন নিউজ এ খবর জানায়।

বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, ওষুধ, খাবার এবং জ্বালানী সংকটে ভুগছে গাজা উপত্যাকা। এ পরিস্থিতিতে এলাকাটিতে দ্রুত ত্রাণ সরবরাহের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বন্দি ইসরায়েলিদের মুক্তি দিতে প্রস্তুত হামাস।

হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, আমরা ৭০ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। কিন্তু এর বিনিময়ে অন্তত ৫ দিনের জন্য যুদ্ধ বিরতী রাখতে হবে। গাজায় সব ধরণের ত্রাণ এবং সেবা সরবরাহের সুযোগ দিতে হবে। এসব জিম্মিদের নিয়ে আমরা যতটা সচেতন, ততটা ইসরায়েলি কর্তৃপক্ষ নয়। তাদের নির্বিচার হামলাতে প্রাণ যাচ্ছে জিম্মিদের।

এরআগে, দুই ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। এখন পর্যন্ত ৪ বন্দিকে মুক্তি দিয়েছে তারা। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর ২৪২ ইসরায়েলিকে জিম্মি করে হামাস।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x