1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

৬০ বছরে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন আমির খান

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫১
1741947295 03d6868599797a81ab073cd6deb0b929

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট ৬০ বছর পূর্ণ করেছেন আমির খান। জন্মদিনের এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎজি পরিবার। আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির। যদিও পাপারাৎজিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কী করেন আমিরের প্রেমিকা?

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমিরের প্রেমিকার নাম গৌরী স্প্রাট। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী।আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন আমির ও গৌরী। লন্ডন থেকে পড়াশোনা করেছেন। তুতো বোনের মাধ্যমেই এই গৌরীর সঙ্গে আলাপ হয় আমিরের। সেটাও ২৫ বছর আগে।

জানা যায়, আমিরের পরিবারের সঙ্গেও বেশ ভালই সম্পর্ক গৌরীর। ছেলেমেয়েরাও ভাল ভাবেই গ্রহণ করেছেন তাকে। তার নিজেরও এক ছেলে রয়েছে। এ দিন জন্মদিন উপলক্ষে আমিরের বাড়িতে যে পার্টির আয়োজন হয়, সেখানেও হাজির ছিলেন গৌরী।

উল্লেখ্য, ২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। এই সুপারস্টারের দুই সংসারে তিন ছেলে মেয়ে রয়েছে। যাদের মধ্যে এরই মধ্যে বড় ছেলে জুনাইদ খানের বলিউডে অভিষেক হয়েছে।

সূত্র : জি নিউজ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x