1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

৩ মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০২
Salam Murshedi

সালাম মুর্শেদীকে ৯০ দিনের মধ্যে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রায় পাওয়ার তিন মাসের মধ্যে তাকে বাড়ি ছাড়তে হবে।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক জানান, নিজের ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে এতদিন বাড়িটি দখল করে রেখেছেন সালাম মুর্শেদী। আদালতে জালিয়াতি কাগজ দেখিয়েছেন তিনি। রায়ে বলা হয়, নিঃসন্দেহে এটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি হস্তান্তর অবৈধ।

এদিকে রায় চ্যালেঞ্জ করে সালাম মুর্শেদী আপিল করবেন বলে জানান তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক বাড়িটি নিয়ে তদন্ত চলমান থাকবে। প্রয়োজনে সালাম মুর্শেদী ও ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। পরিত্যক্ত সম্পত্তি কীভাবে দখলে গেলো তার তদন্তও চলবে বলে জানান তিনি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x