1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
৩০০ কোটির ঘরে ‘টাইগার থ্রি’ - প্রিয় আলো

৩০০ কোটির ঘরে ‘টাইগার থ্রি’

  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮
Resize 350x230x0x0 Image 248422 1700305841

টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। রোববার (১২ নভেম্বর) সালমান খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পায়। মূলত ঈদেই বলিউড ভাইজানের সিনামে মুক্তি পেতে দেখা গেছে।

তবে এবার সিনেমা মুক্তি দেওয়া হয়েছে ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলিতে। মুক্তির পরই সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে।

যশরাজ ফিল্মসের ‘টাইগার ৩’ বক্স অফিস যে ঝড় তুলবে তা, সবারই কাম্যই ছিল। দেখার বিষয় ছিল, সিনেমাটি কতদিনে ৩০০ কোটির ক্লাবের সদস্য হতে পারে! এছাড়া মুক্তির পর কোন কোন রেকর্ড ভাঙতে পারে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তির পর ষষ্ঠতম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

সিনেমাটির টিম থেকে প্রকাশ করা একটি প্রেস নোট এমনটাই বলছে।

তাদের দেওয়া তথ্যানুসারে, ‘টাইগার ৩’ ভারতে মুক্তির পর ৫দিনে ২২৯ কোটি (১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। সে হিসেবে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন পর্যন্ত ৩০০ কোটি (৩৬.১৫ মিলিয়ন)।

বিবৃতি অনুসারে, সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতে ৪৪.৫০ কোটি, দ্বিতীয় দিনে ৫৯.২৫ কোটি, তৃতীয় দিনে ৪৪.৭৫ কোটি, চতুর্থ দিনে ২১.২৫ কোটি এবং পঞ্চম দিনে ১৮.৫০ কোটি আয় করেছে। ষষ্ঠ দিনে সিনেমাটি ভারতে প্রায় ২০ কোটির মতো আয় করতে যাচ্ছে বলে খবর।

সালমান অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনেই প্রায় ১৫০ কোটির কাছাকাছি আয় করে ফেলে সিনেমাটি। তখন ভাবা হচ্ছিল শাহরুখের ‘পাঠান’ও ‘জাওয়ান’কে ছাড়িয়ে যাবে সিনেমাটি।

কিন্তু চতুর্থ দিনে সালমানভক্তদের হতাশ করে। পঞ্চম দিনেও আশানুরূপ আয় করতে পারেনি এটি।

এই ছন্দপতন শাহরুখের রেকর্ড ভাঙার দৌড়ে বেশ পিছিয়ে পড়েছেন সালমান খান। চতুর্থ দিনে বিশ্ব বক্স অফিসে ১১৬ কোটি আয় করেছিল ‘পাঠান’, সেই অঙ্কের ধারেকাছেও যেতে পারেনি ‘টাইগার ৩’।

তবুও সালমানভক্তদের আশা টাইগার ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমাটি ভাইজানকে হাজার কোটির ক্লাবে নাম লিখিয়ে দেবে। অনেক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিলেও হাজার ক্লাবে এখনো নাম ওঠাতে পারেননি সাল্লু ভাই।

যা এ বছর দুটি সিনেমা দিয়েই করে ফেলেছেন শাহরুখ খান। কিং খানের দুটি সিনেমাই বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপির আয় অতিক্রম করেছে।

এখন পর্যন্ত সালমানের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। যেটি বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করেছে।

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ ‘পাঠান’ শাহরুখ ও ‘কবীর’ হিসেবে হৃতিক রোশনের উপস্থিতি।

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম মুক্তি পায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’। ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়। ’ দুটি সিনেমাই দারুণ ব্যবসা করেছিল বক্স অফিসে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x